Sunday, October 4, 2015

পথ চেয়ে আছি

কুয়াশা ভেজা ঘাসের হাত ধরে,
যদি তুমি আমার স্বপ্নে উঁকি দাও –
দেখবে, “আমি আজও বেচে আছি।”

আমার অশ্রু হাহাকারে,
যদি একটিবার কান পাত –
শুনবে, “হ্যাঁ, আমি এখনো আছি।”

ঝলসানো মরীচিকার হাতছানিতে,
যদি তুমি দৌড়ে যাও –
বুঝবে, “আমি এখনো জেগে আছি।”

কুয়াশার খোলস, অশ্রুর ছায়া,
আর মরীচিকার নিবিড় আহবান –
সবই আমায় নিয়ে গেছে সেই দেশে
যেখানে, “তুমি রানী, আর আমি তোমার রাজা।”
দিয়েছে আমায় এক স্নিগ্ধ অনুভূতি,
যা আমি শব্দের জালে নামিয়েছি পাতায়, বারবার
আর না!!
আর কবিতার আশ্রয় নেব না!!
- এখন নির্জলা গোধূলির রঙে মিশবো।।
 
তুমি শুনলে না আমার হৃদয়ের ছন্দ,
তুমি বুঝলে না আমার অবুজ ভালবাসা,
কিন্তু, তাও মনে রেখো –
শত দুঃখের ছোবলেও –
“আমি আজও তোমার পথ চেয়ে আছি।”

No comments:

Post a Comment